জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
নিবন্ধন না থাকায় সিরাজগঞ্জে ১৪ হাসপাতাল ও ক্লিনিক বন্ধ
নিবন্ধন না থাকায় সিরাজগঞ্জে বেসরকারী ১৪টি হাসপাতাল ও ক্লিনিককে বন্ধ করে দেওয়া হয়েছে। আর হালনাগাদ বা নবায়নকৃত কাগজপত্র না থাকায় ৯০টি প্রতিষ্ঠানকে সর্তক করেছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৩১) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইকোর্টের দেয়া ৭২ ঘন্টার সময়সীমার (রবিবার পর্যন্ত) মধ্যে জেলার রায়গঞ্জ উপজেলায় ৩টি, তাড়াশে ৩টি, কাজিপুরে ২টি, বেলকুচিতে ১টি এবং সিরাজগঞ্জ সদরের ৪ মিলে মোট ১৪টি নিবন্ধন বিহীন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে।
ডা. রাম পদ রায় আরও বলেন, প্রাপ্ত তালিকা অনুযায়ী জেলায় নিবন্ধনকৃত হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৪১টি। এরমধ্যে হালনাগাদ নবায়নকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। আর ১ থেকে ৪ বছর পর্যন্ত কাগজপত্র নবায়ন করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯০টি। যারা নবায়ন করেনি তাদের ১৫ জুনের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
তবে এসব তালিকার বাইরেও জেলা ও উপজেলা পর্যায়ে আরও কোন প্রতিষ্ঠান আছে কিনা সেটি খুজে দেখা হচ্ছে বলে সিভিল সার্জন জানান।
এইচএমএ/এসবাংলা