জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :
আবাসিক হোটেলের বারান্দায় লোহার পাইপ হাতে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এক পর্যায়ে ফোনে উত্তেজিত হয়ে লোহার পাইপ উপরের দিকে ওঠালে ১১ হাজার ভোল্টের বৈদুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান আব্দুর রাজ্জাক (৩২) নামে এক বিক্রয় প্রতিনিধি।
রোববার (২৯ মে) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড়ে নীরব আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড় জেলার বোদা থানার তেুতুলিয়া এলাকার বাসিন্দা। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি জানান, আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাজ্জাক সিরাজগঞ্জে পেশাগত কাজে এসে নীরব আবাসিক হোটেলে থাকতেন।
আজ সকালে তিনি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হন। এ সময় তার হাতে থাকা লোহার পাইপ বারান্দার অদূরে ১১ হাজার ভোল্টের তারে লেগে তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এআর/এসবাংলা