জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জ:
তাড়াশে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৯ জন গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে তাড়শ পৌর এলাকার পশ্চিম ওয়াবদা বাঁধের নিকারীপাড়া থেকে গ্রেফতার করা হয় তাদের।
গ্রেফতার কৃতরা- রফিকুল ইসলাম (৩০), আব্দুল করিম (৪৪), সেলিম রেজা (১৯), বিধান চক্রবর্তী ওরফে রবিন (৫৪), জাকারিয়া হোসেন (৩০), কে এম আকাশ (২৮), শহিদুল ইসলাম (২৭) ও জসিম (২১)।
এদিকে মাদক বিক্রির দায়ে তাড়াশ থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে (৩৭) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
এইচএমএ/এসবাংলা