জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সম্পাদকের সাংবাদিকতার সনদ জাল
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আলাউদ্দিন খানের সাংবাদিকতার অভিজ্ঞতার সনদ জাল বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে এ অভিযোগের তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিয়েছেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আলাউদ্দিন খানের সাংবাদিকতার অভিজ্ঞতার সনদ জাল ও ভূয়া এই মর্মে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য খ.ম একরামুল হক একটি অভিযোগ দায়ের করেন।
এর প্রেক্ষিতে আলাউদ্দিন খানকে অভিজ্ঞতার সনদ স্বাক্ষী প্রমানাদিসহ শুনানীর জন্য সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম রবিন শীষের অনুসন্ধানের স্বার্থে পত্র দেয়া হয়। তিনি যথাযথভাবে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দাখিল করলেও অভিজজ্ঞতার সনদ দাখিল করতে পারেন নাই। অপরদিকে আবেদনকারীকে নোটিশ প্রদান করলে তিনি স্বাক্ষী প্রমানাদিসহ উপস্থিত থেকে তার বক্তব্য উপস্থাপন করেন।
উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনান্তে দেখা যায় যে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক পূর্ব সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলেও ১২ বছরের অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে ব্যর্থ হয়েছেন।
এইচএমএ/এসবাংলা