Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, উপস্থিত নেই প্রধান শিক্ষিক

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, উপস্থিত নেই প্র্রধান শিক্ষিক
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। উপস্থিত পেলেন না প্রধান শিক্ষিককে।

মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকসহ মোট চারজন শিক্ষকের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। শিক্ষকদের গাফলতির কারনে শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাস করছে না। বিদ্যালয়ের মোট ২২৪ শিক্ষার্থী থাকলেও তিন শ্রেণি মিলে ৫০ জনেরও কম ছাত্র-ছাত্রী উপস্থিত পাওয়া যায়।

সোমবার (১৬ মে) সকালে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, প্রধান শিক্ষিক রিনা আক্তারের বাড়ি পাশের শালগ্রামে হলেও বগুড়ায় তার স্বামীর ঠিকাদারি ব্যবসার কারণে সেখানেই বেশির ভাগ সময় অবস্থান করেন। তার আপন ভাই আলমগীর হোসেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষিক নিয়মিত স্কুলে আসেন না। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলো তিনিই করেন।

তিনি আরও বলেন, শনিবার (১৪ মে) দুপুরের দিকে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রথমে চতুর্থ শ্রেণিকক্ষে ঢুকে দেখি ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন রয়েছে। হাজিরা খাতায় দেখা যায় শিক্ষার্থীদের কোন উপস্থিত নেই। দুপুর গড়িয়ে গেলেও প্রধান শিক্ষিক রিনা আক্তার স্কুলে আসেননি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়া ও আলমগীর হোসেন জানান, ধান ও ভুট্টা মাড়াইয়ের কাজ চলার কারণে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো স্কুলে আসছে না।

মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিক রিনা আক্তার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি বিদ্যালয়ে আসতে পারেননি। কর্তৃপক্ষের কাছ থেকে ছুটিও নেননি বলে স্বীকার করেন।

কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, দুর্গম চরের বিদ্যালয়গুলোতে সমস্যা হচ্ছে। মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা আমাকে ইউএনও স্যার জানিয়েছেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এইচএমএ/এসবাংলা

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App