জেলা প্রতিনিধি.সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ আটক ২, ফেন্সিডিল উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে এক ইউপি সদস্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এসময় ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলেন, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও চালা শাহাবাজপুর গ্রামের করিম সরকারের ছেলে রাজু আহম্মেদ (২৬) এবং বগুড়া জেলার জাহানারাবাদ এলাকার আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
সোমবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য রাজু আহম্মেদের বাড়িতে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইউপি সদস্য রাজু আহম্মেদ ও রুবেল মিয়াকে আটক করা হয়। এঘটনায় কামারখন্দ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে থেকেই রাজু মাদক ব্যবসা করে আসছিল। ওই এলাকার জনগণ মাদক ব্যবসা ছেড়ে দিবে এই মর্মে ভোট দিয়েছিল। কিন্তু সে মাদক ব্যবসা ছাড়তে পারেনি। ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এইচএমএ/এসবাংলা