জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়লিয়া বাজারে আবুল কালাম আজাদ (৪০) ও নলকা ব্রীজ এলাকায় আব্দুল্লাহ আল-মামুন (৩৫) নামে গাড়ীর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন্য আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোমবার (১৬ মে) দুপুরে উপজেলার নলকা ব্রীজ এলাকায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষ ও সকালে বোয়লিয়া বাজারের পেট্রোল পাম্পের সামনে গাড়ী চাপায় পৃথক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, উল্লাপাড়ার সলঙ্গা থানার চক-চবিলা গ্রামের মৃত সোবাহানের ছেলে আবুল কালাম আজাদ গ্রামীণ ব্যাংকের বগুড়া জোনের শেরপুরের কুসুম্বী শাখার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন ও জামালপুর জেলার কামারপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, দুপুরের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রীজ এলাকায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষে আল-মামুন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরিদর্শক লুৎফর রহমান আরও জানান, সকালে উল্লাপাড়ার বোয়লিয়া বাজার এলাকায় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় আহত অবস্থায় মোটরসাইকেলসহ রাস্তায় পড়েছিলেন আবুল কালাম। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। এঘটনায় দুইটি মোটরসাইকেল ও প্রাইভেটকারটি থানায় আনা হয়েছে বলে তিনি জানানা।
এআর/এসবাংলা