জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
ফেসবুক থেকে অর্থ সংগ্রহ করে প্রতিবন্ধী শিশুদের ৩টি হুইল চেয়ার এবং ৩টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মে) বিকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, কামারখন্দের কোনাবাড়ী এলাকার মৃত লোকমান হোসেনের পরিবার, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা মৃত শহিদুল ইসলামের পরিবার ও সদর উপজেলার কালিয়া হরিপুরের মৃত আব্দুল হামিদের পরিবারকে সেলাই মেশিন দেয়া হয়েছে। এবং প্রতিবন্ধী শিশু ইসমতারা (১০), রুবেল (১৪) ও রিপন (৪) কে হুইল চেয়ার দেয়া হয়েছে।
এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফারহানা ইয়াসমিনসহ পুলিশের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহযোগীতা করেছেন, ইসমাইল হোসেন, আব্দুল মুমিন কলি, আব্দুল আলিম, আলমগীর হোসেন, সোয়ায়েব ও মোহাম্মদ।
এইচএমএ/এসবাংলা