অনলাইন ডেস্ক :
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। ২ বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
দু’বছর পর এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে। উন্মুক্ত স্থানে ঈদের জামাতেও নেই কোনো নিষেধাজ্ঞা।
এআর/এসবাংলা