ক্রীড়া ডেস্ক:
কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন
ফের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ সুখবর।
এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’
ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন।
এইচএমএ/এসবাংলা