জেলা প্রতিনিধি, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার মানুষকে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও ব্যক্তিগত উদ্যোগে এসব পোশাক উপহার দিয়েছেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে পোশাক বিতরণ করেন কামারুল আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
কামারুল আরেফিন বলেছেন, ‘ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়ার পরে তাদের খুশিটাই আমার কাছে সবচেয়ে দামি।’ সমাজের বিত্তবান মানুষদের উচিত এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
এআর/এসবাংলা