জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অবৈধ সরকার রাতের ভোটে ক্ষমতা ধরে রেখেছে। করোনাকালীন সময়ে রাষ্ট্র থেকে আওয়ামীলীগ সরকার ২৩ হাজার কোটি লুট করেছে। আওয়ামীলীগ সরকার তাঁত শিল্পকে ধ্বংস করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন দাম বাড়িয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বেলকুচি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তামাই এলাকা অসহায়, দুস্থ ২৫শ পরিবারের মাঝে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে, তাই র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে। এদেশে কোন গণতন্ত্র নাই, দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের দিন শেষ হয়ে এসেছে, আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুতই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো।
এসময় বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনের সঞ্চালনায় বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএমএ/এসবাংলা