জেলা প্রতিনিধি ,সিরাজগঞ্জ:
অতিরিক্ত মুল্য লাগিয়ে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের বাটা শো-রুম ও প্রান ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে শহরের বড় বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে মাহমুদ হাসান রনি বলেন, দুপুরে শহরের বড় বাজার এলাকায় বাটার শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় ১৪৯৯ টাকার জুতা ১৭৯৯ ও ১৩৯৯ টাকার স্যান্ডেল ১৪৯৯ টাকা বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই বাজারে প্রান ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এইচএমএ/এসবাংলা
পাঠক সংখ্যা:
৫৩