জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস মেলায় নিয়মতান্ত্রিকভাবে খাস কালেকশেন খাজনা আদায় করা হয়েছে বলে দাবী করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি ময়নুল হক।
তিনি বলেন, ঐতিহ্যবাহী বারুহাস মেলা প্রতিবারই ডাক হয়ে থাকে। এ বছর ডাক না হওয়ায় খাস কালেকশন করা হয়। মেলার দিন বারুহাস ইউনিয়ন ভূমি অফিসের নায়েব উপস্থিত না থাকায় বস্তুুল তহশীল অফিসের অফিস সহকারী মো. খায়রুল ইসলাম উপস্থিত থেকে খাজনা আদায় করেছে এবং যথা সময়ে আাদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এতে দোষের কিছু হয়নি।
একজন ব্যবসায়ীকেও হয়রান করার মতো ঘটনা ঘটেনি। জোরপূর্বক কারও কাছ থেকে খাজনা নেয়া হয়নি।
ইউপি চেয়ারম্যান ময়নুল হক আরও বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট একটি গ্রুপ প্রতিহিংসামূলকভাবে বারুহাস মেলার খাজনা আদায় নিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং আমার রাজনৈতিক, সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য চক্রান্ত করছে বলে তিনি জানান।
এইচএমএ/এসবাংলা