জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি এবং কসমেটিক পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় ৬ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জামতৈল বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন।
তিনি অভিযান শেষে বলেন, বেশি মূল্যে কাপড় বিক্রি, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি এবং কসমেটিক পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় এভারগ্রীন শপিং মল ২ হাজার, রিয়া বস্ত্রবিতান ৩ হাজার, চারুলতা ফ্যাশান ৩ হাজার টাকা, ঢাকা ফ্যাশান ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কামারখন্দ থানার পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।
এইচএমএ/এসবাংলা