জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা থেকে মো. সাইফুল ইসলাম উপ-পরিদর্শক থেকে ইন্সপেক্টর পদে পদন্নতি হওয়ায় র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দিচ্ছেন জেলা পুলিশ হাসিবুল আলম বিপিএম।
রোববার (১৭ এপ্রিল) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এ পদন্নতির ব্যাজ পড়ানো হয়। এর আগে গত রোববার (১০ এপ্রিল) তার পদন্নতি পান।
সদ্য পদোন্নতি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার।
পদন্নতি পাওয়া সাইফুল বলেন, চাকরী জীবনের শুরু থেকে আমার দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে আসছি। আমার কর্মময় জীবনে ইন্সপেক্টর পদে পদন্নতি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সঠিক ভাবে দেশের মানুষের কল্যানে সব সময় পাশে থাকতে পারি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. নুর আলম সিদ্দিকী ( প্রশাসন ও অর্থ). অতিরিক্ত পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন ( ক্রাইম এন্ড অপস্) ও ডিআইও ১ মো. আব্দুর রহিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এইচএমএ/এসবাংলা