Header Border

ঢাকা, শনিবার, ২৫শে নভেম্বর, ২০২৩ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৯৬°সে

তিন দফা দাবিতে মেডিক্যাল ট্রেনিং শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করছে সিরাজগঞ্জ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (১৬ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের ক্যাম্পাসে ব্যানার ফেষ্টুন টানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করা হয়।
তিন দফা দাবিগুলো হচ্ছে, (১) ডা. কাজী রফিকুল ইসলাম আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চাই। (২) অধ্যক্ষ ডাক্তার আকিকুন নাহারের বিরুদ্ধে সকল মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চাই। (৩) তদন্ত কমিটি ডাক্তার শারমিন খন্দকার এবং ডাক্তার সামসুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

                                                                   মানববন্ধনে শিক্ষার্থীরা

এসময় বক্তব্য রাখেন, ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মালেক, মেজবাউল কাওসার ২য় বর্ষের শিক্ষার্থী কেয়া, মানসুর, রোকসানা, ১ম বর্ষের শিক্ষার্থী হানিফা, সৈকত,ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল জব্বার প্রমুখ।

তারা বলেন, এই তিন দফা দাবি না মানলে আমরা আরো কঠিন অবস্থানে যাবো। এবং ডা. কাজী রফিকুল ইসলাম আলম স্যারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করা হচ্ছে। এ ধরণের ঘটনা কোন দিন ঘটেনি। আদৌ এ ধরণের কোন ঘটনা আমাদের ক্লাসে ঘটে নাই। যারা স্যারকে মিথ্যা অপবাদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো।

বক্তারা আরো বলেন, অধ্যক্ষ ডাক্তার আকিকুন নাহারের বিরুদ্ধে সকল মিথ্যা অপপ্রচার, তদন্ত কমিটি ডাক্তার শারমিন খন্দকার এবং ডাক্তার সামসুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। দ্রুত এদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তারা।

এবিষয়ে সিরাজগঞ্জ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাক্তার আকিকুন নাহার বলেন, শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় শনিবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে ছাত্র/ছাত্রীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করছে।

তিনি আরও বলেন, ডা. কাজী রফিকুল ইসলাম আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ এপ্রিল তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এইচএমএ/এসবাংলা

 

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App