জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :ফেসবুক থেকে অর্থ সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার এক হাজার কোরআন শরিফ বিতরণ উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়েছে।বুদবার ( ১৩ এপ্রিল) যমুনার ৩ নং চায়না বাধে মাদ্রাসা ছাত্রদের সাথে নিয়ে ১০তম রোজার ইফতারি করা হয়।এসময় নানা বাহারী রকমের ইফতারে মেতে ওঠে যমুনার ৩ নং চায়না বাধ। এবং বাহারি ইফতার পেয়ে খুশি এতিম মাদ্রাসা ছাত্ররা।ইফতারের আয়োজক মানবিক পুলিশ শামিম রেজা বলেন, দীর্ঘ দিন যাবত ফেসবুক বন্ধুদের আর্থিক সহায়তায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসায় এক হাজার পিস পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছি। এ উপলক্ষে এতিম আসহায় মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করেছি।তিনি আরও বলেন, বাহারি রকমের ইফতারে অংশ করতে পেরে ছাত্ররা অনেক খুশি হয়েছে। আগামীতে যেন এরকম আয়োজন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন।তবে এই কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। আমি শুধু চেষ্টা করি মাত্র।এসময় মাদ্রাসা ছাত্র, কোরআনা বিতরণের সহযোগী ও গণমাধ্যম কর্মীরা ইফতারে অংশ গ্রহন করেন।এইচএমএ/এসবাংলা
পাঠক সংখ্যা:
২৮৭