জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার হারানীকে (৬২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারান্ড দেওয়া হয়েছে।
এ ছাড়াও ফেনসিডিল রাখার দায়ে তাকে তিন বছরের কারান্ড, একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে এই রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির।
জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত রহিমা আক্তার হারানী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
এইচএমএ/এসবাংলা