জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু তরুণী কলেজ ছাত্রী অংকিতা রানী দাস (১৮)।
রায়গঞ্জ উপজেলার ৫ নং চাদাইকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরাই স্যামগোপ গ্রামের সাবেক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম খাঁনের ছেলে মো. লিখন খাঁনকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন উপজেলার ভূঁইয়াগাতী গ্রামের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী অংকিতা রানী দাস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কলেক ছাত্রী তার নাম রেখেছেন নুসরাত জাহান ইভা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউপি’র স্যামগোপ গ্রামের লিখন খাঁনের সাথে একই থানার ভুঁইয়াগাঁতী গ্রামের অংকিতা রানী দাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে অংকিতা রানী দাস সম্প্রতি এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হন।
মসজিদের ইমামের মাধ্যমে কালিমা পাঠ করে মুসলিম হয়েছেন। পরে নিকাহ্ রেজিস্ট্রার কার্যালয় থেকে ধর্মান্তরিত তরুণী নুসরাত জাহান ইভা ও লিখন খাঁনকে বিয়ে করেছেন।
এ ব্যাপারে লিখন খাঁনের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম জানান, আদালতে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আমার ছেলের সাথে ওই হিন্দু মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। এর বেশি কিছু জানি না।
আরএ/এসবাংলা