নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ :
ফেসবুক থেকে অর্থ সংগ্রহ করে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক পা হারানো মো. শাহাদত হোসেন (১২) নামের শিশুকে হুইল চেয়ার ও ঈদের উপহার সামগ্রী দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামে শাহাদতকে হুইল চেয়ার ও তার পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
মো. শাহাদাত হোসেন সোনাখাড়া ইউপির দিন মজুর জহুরুল ইসলামের ছেলে।
জানা যায়, জহুরুলের অভাবের সংসার। দিন মজুর করে স্ত্রী দুই সন্তান নিয়ে কোন রকম সংসার চালায়। সন্তানদের মধ্যে শাহাদত বড়। গত ১৫ দিন আগে ঘরের চাল থেকে পড়ে একটি পা ভেঙে যায়। পরে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা করে সুস্থ করতে পারে নাই অসহায় পিতা জহুরুল। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে শাহাদতের একটি পা কেটে ফেলে।
শিশু শাহাদত বলেন, সারা দিন বিছানাতে শুয়ে থাকতে হতো। একপা নিয়ে বাহিরে যেতে পারতাম না। একথা শুনে পুলিশ আঙ্কেল (শামিম) আমাোকে একটি হুইল চেয়ার ও রমজান মাসের বাজার করে দেওয়ায় আমি খুব খুশি হয়েছি।
এবিষয়ে শাহাদতের পিতা জহুরুল ইসলাম বলেন, আমার অভাবের সংসার। কোন দিন এই হুইল চেয়ার কিনে দিতে পারতাম না। শামিম ভাই আনার ছেলের চলাফেরা ও রমজানের বাজর করে দেয়ার কথা কোন দিন ভুলবো না। আল্লাহ পুলিশ শামিম ভাইেক সবসময় সুস্থ রাখো। এসব পেয়ে আমার পরিবারের সবাই খুশি।
এবিষয়ে মসনবিক পুলিশ শামিম রেজা বলেন, গত সপ্তাহে ওই অসহায় পরিবারের কথা শুনে ফেসবুকে সাহায্যের আবেদন করে একটি স্টাটাস দেই। পরে ফেসবুক বন্ধুদের মাঝে ব্যাপক সারা পাই। সেই টাকা দিয়ে আজকে একপা হারানো শাহাদতকে একটি হুইল চেয়ার ও তার পরিবারের কাছে মাহে রমজানের বাজার তুলে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি শুধু চেষ্টা করি। সব কৃতিত্ব ফেসবুক বন্ধুূের।