॥ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে নাশকতার পরিকল্পনা সন্দেহে ছাত্র মেসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, জেলা জামাত শিবিরের আমির শাহিনুর আলম (৫০), ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন (২৪) অফিস সম্পাদক ইমরান হোসেন (২৫), আজিজুল হক (২২), ছাত্র শিবিরের অফিস সম্পাদক মো. রেজুয়ানুল্লাহ সোয়াইব (২২), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরিফুল ইসলাম (২২), আইয়ুব আলী (২২), আবু বক্কর খান (২৩), আব্দুস ছালাম (২৩), মনিরুল সরকার (২০), জাকারিয়া (২৩), রবিউল ইসলাম (২১)।
খোকন চন্দ্র সরকার বলেন, নাশকতার পরিকল্পনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর উপজেলার কাজিপুর মোড়ে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালানো হয়। এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। আটককৃততের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।