নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ:
“শুভ শুভ শুভ দিন, প্রধানমন্ত্রীর জন্মদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আল-আমীন সরকারের ভ্যতিক্রম আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮সেন্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে চেয়ারম্যান আল-আমীন সরকার উপস্থিত থেকে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় গাছ রোপণ, বাদ যোহর প্রতিটি মসজিদে দোয়া মাহফিল এবং কোর-আনের হাফেজ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। সন্ধায় হাফেজ ও এতিমদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন এর কেক কর্তন করা হয়।
চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা তার দীর্ঘজীবন কামনা করি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।
এসময় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সকলেই উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
এইচ/এম