॥ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ॥
সিরাজগঞ্জে র্যাব-১২ এর নাম ভাঙ্গিয়ে তাড়াশের নওগাঁর হাট থেকে ৪৫ হাজার টাকা এখনো ফেরত দেয়নি সাংবাদিক সোনাতন দাস। অভিযুক্ত সোনাতন দাস তাড়াশ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালের কন্ঠ, মাইটিভির তাড়াশ প্রতিনিধি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ হাটের ইজারাদার আকবর আলী জানান, গত দুই মাস পার হলেও এখন পর্যন্ত সোনাতন দাস ৪৫ হাজার টাকা ফেরত দেয়নি।
এদিকে গত (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় তাড়াশ প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে নওগাঁ হাট থেকে চাঁদা নেওয়ার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া সংবাদ প্রকাশের পর সোনাতন দাস আজ (২৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি পত্রিকায় তাড়াশের বিভিন্ন সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। যার অধিকাংশ সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে, বিষয়টি তারা অবগত নয়।
অপরদিকে গত (২৪ সেপ্টেম্বর) ঢাকা থেকে প্রকাশিত করাপশন ইন মিডিয়ায় তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সোনাতন দাসের নামে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারী চাকুরীজীবির নিকট থেকে দীর্ঘদিন যাবত মোটা অঙ্গের টাকা চাঁদাবাজীর অভিযোগ রয়েছে মর্মে সংবাদ প্রকাশ হয়েছে। তাড়াশের নাম প্রকাশে অনিচ্ছুক মাছ ব্যবসায়ী জানান, সোনাতন দাস দীর্ঘদিন যাবত মহিষলুটি মাছের আড়তসহ বিভিন্ন স্থান থেকে মোটার অংকের চাঁদা নিয়ে আসছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জে র্যাব-১২ এর নাম ভাঙ্গিয়ে তাড়াশের নওগাঁর হাট থেকে ৪৫ হাজার টাকা নেওয়া অভিযোগ উঠেছে সাংবাদিক সোনাতন দাস ও আব্দুস সালাম। গত ১৪ জুলাই ২০২১ইং তারিখে এই ঘটনা ঘটেছে।
নওগাঁ হাটের ইজারাদার আকবর আলী জানান, ১৬ জুলাই বৃহস্পতিবার হাটের খাজনা আদায় বেশি নেওয়া হচ্ছে ও ক্রেতাদের হয়রানির অভিযোগে র্যাব-১২ সদস্যরা আমাদের ২৬জন লোককে আটক করে নিয়ে আসে। পরে আমি র্যাব-১২ অফিসে এসে সাংবাদিকদের টাকা দেওয়া বিষয়টি জানাই। পরে র্যাব এই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন। এখন পর্যন্ত সাংবাদিক সোনাতন দাস ও আব্দুস সালাম ৪৫ হাজার টাকা ফেরত দেয়নি।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, নওগাঁ হাট থেকে টাকা নেওয়ার বিষয়টি র্যাব-১২ আমাকে অবগত করেন। পরে আমরা র্যাব-১২ অফিসে যায়। সেখানে নওগাঁর হাট থেকে ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি সোনাতন দাস স্বীকার করে। তখন র্যাব-১২ মৌখিকভাবে তাদেরকে সতর্ক করে দেয়। পরবর্তীতে যেন তারা এই ধরণের কোন ঘটনা না ঘটায়।