॥ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ॥
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১০নং সয়দাবাদ ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বিকাল ৫টার দিকে ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মুলিবাড়ী চেকপোস্ট ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলামের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শামসুল হক শিকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সেরাজুল ইসলাম মেম্বরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি নবীদুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলা ভাষায় কথা বলতে পারছি। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন আজ।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালে এই দিনে অতিপ্রত্যুষে ঘটেছিলো ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙ্গালীর ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
দোয়া ও আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ইউসুফ মোল্লা, যুগ্ম-সম্পাদক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, সাংগঠনিক সম্পাদক সেরাজুল মাস্টার, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সোহাগ ইসলাম পথিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বাধীন হোসেন সুজন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজা খান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলামের নিজস্ব অর্থায়নে স্বাস্থ্যবিধি মেনে ২শ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।