নিজস্ব প্রতিবেদক:
গত ১৪ জুলাই সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক, দোলন চাঁপা ও ঢাকার অনলাইন জাগো নিউজ, সারাবাংলাসহ বিভিন্ন পত্রিকায় ‘‘সিরাজগঞ্জে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় ঘি বিক্রেতা হিন্দু নারীকে পেটালেন যুবলীগ নেতা’’ শিরোনামে প্রকাশিত সাংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন ও উদ্দ্যেশ প্রনোদিত ভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্যেশে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে। দীর্ঘদিন তিলতিল করে গড়ে তোলা আমার রাজনৈতিক ও ব্যবসায়ী সুমান নষ্ট করার জন্য কিছু কু-চক্রি মহল উঠে পড়ে লেগেছে। আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে শহরে ফাস্টফুড ও ঠিকাদারী ব্যবসা করে আসছি। আড্ডা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট নিয়মিত ভ্যাট ও বাৎসরিক চার্জ প্রদান করে আসছে। এখানে শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা সব সময় যাতায়াত করেন এবং ভালো খাবার খান। ওই ঘি বিক্রেতা হিন্দু নারীর সাথে আমার ও আমাদের পরিবারের সাথে কোন সম্পর্ক নাই। সুতরাং এই সংবাদের যে তথ্য প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়। আমি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবু মুসা
যুবলীগ নেতা, সিরাজগঞ্জ।