জহুরুল ইসলাম,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১১টা দিকে সদর উপজেলার মুলিবাড়ী ও সোমবার সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক চালক নাজমুল ইসলাম (৪৮) ও সিরাজগঞ্জে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিল গজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, সোমবার বেলা ১১টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে মোটর সাইকেল যোগে সিরাজগঞ্জ যাওয়ার পথে ধোপাকান্দি এলাকায় পেছন থেকে একটি ট্রাক সজোরে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। মোটর সাইকেল থেকে রওশনারা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রওশনারা মারা যান।
অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. মোসাদ্দেক হোসেন জানান, রাতে ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্র্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নাজমুল ইসলাম মারা যান।