নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ:
মাদক সুন্দরী রোকসানাকে আবারো হেরোইনসহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। তিনি ৯০ দশক থেকে এই মাদক ব্যবসার সাথে জড়িত। অনেকে ওই মাদক ব্যবসা ছাড়লেও এখনো ছাড়তে পারেনি রোকসানা। দাপটের সাথে এখনো ব্যবসা করে আসছেন।
গ্রেফতারকৃত রোকসানা রোকসানা মোঃ রেজাউল করিমের স্ত্রী ও মাহমুদপুর রেলওয়ে কলোনীর বাসিন্দা ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত রোকসানা ভেরাইটিজ মাদক ব্যবসার সাথে জড়িত। তার অত্যাচারে এলাকা বাসি অসহায় হয়ে পড়েছে। তাকে কিছু বললে মাদক দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। শুধু তাই নয় রোকসানা সকাল থেকে রাত পর্যন্ত সে এলাকায় মাদক খোরদের মেলা বসায়। এলাকার স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীরা ঘর থেকে বাহির হতে পারেনা। কিছু বললেই তাদের হুমকি দেয়। আমরা সংশ্লিষ্ঠ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস আই মোঃ মোশাররফ হোসেন জানান, বুধবার (২ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাহমুদপুর রেলওয়ে কলোনী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ গ্রাম হেরোইনসহ মাদক সুন্দরী রোকসানাকে গ্রেফতার করা হয়। এঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।