॥ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ॥
বিএডিসি পাবনার নির্বাহী প্রকৌশলী ও পানাসি প্রকল্পের প্রকল্প পরিচালক মরহুম প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঞার আত্মর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বাদ আসর সিরাজগঞ্জ বিএডিসি ক্যাম্পাস হলরুমে সিরাজগঞ্জ বিএডিসি কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম, পাবনা বিএডিসি সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, সিবিআই নেতা হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা মরহুম প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঞার আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় বিএডিসির ঠিকাদার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরিফ হোসেন খান, মনির হোসেন মোনা, ঠিকাদার আব্দুল কাদের লিটনসহ পাবনা-নাটোর ও সিরাজগঞ্জের বিএডিসির সকল কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা ফারুক আহম্মেদ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ মে) সকালে শাহজাদপুর উপজেলার পারকোলায় সড়ক দুর্ঘটনায় বিএডিসি পাবনার নির্বাহী প্রকৌশলী ও পানাসি প্রকল্পের প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়ার (৪২) নিহত হন। পরে নিহত সাজ্জাদ হোসেন ভূইয়ার মৃতদেহ তার নিজ জেলা নরসিংদীতে দাফন কার্য সম্পন্ন করা হয়।