॥ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ॥
বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসেন আলী।
সোমবার (১০ মে) দুপুর ১২টার দিকে পৌর এলাকার চক কোবদাপাড়ায় মহল্লায় কাউন্সিলর মো. হোসেন আলীর অফিসে নিজস্ব অর্থায়নে ৬’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে কোবদাপাড়া, চক কোবদাসপাড়া. রানীগ্রাম, গুনেরগাতী, কুশাহাটাসহ ৭নং ওয়ার্ডের কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে জেলা আওয়াসীলীগের যুগ্ম সাধারণ সম্পদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী কুদ্দুস, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সদস্য আব্দুর রশিদ কালু, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পদক আব্দুস ছালামসহ ৭নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।