নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার চেষ্টা করলেও এলাকাবাসীর চাপে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষার আগেই প্রতিষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার পায়তারা করছিলেন। কিন্তু এলাকাবাসী স্বচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য চাপ দিলে ভেস্তে যায় নিয়োগ কার্যক্রম। পরবর্তীতে আবার নতুনভাবে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার জন্য বলেন ডিজির প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
গতকাল সোমবার (২২ মার্চ) সকালে সরেজমিনে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রতিষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতিও ছিল চোখে পরার মতো। জানা যায়, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. বাবুল আক্তার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান শেখ আগেই কয়েকজনের নিকট থেকে নিয়োগ দেয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। যা জানাজানি হয়ে গেলে এলাকাবাসী নিয়োগ বন্ধ করতে চাপ দেন। একপর্যায়ে পরীক্ষা স্থগিতও করে দেয়া হয়। শুধু তাই নয়, প্রবেশপথে পরীক্ষার সময় সকাল ১০টায় দেয়া হলেও সভাপতি নিজেই প্রতিষ্ঠানে আসেন দুপুর ১টার পরে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি খাবার আনার জন্য বাইরে ছিলাম।
রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান শেখ বলেন, যেহেতু ৪জন প্রধান শিক্ষক প্রার্থী উপস্থিত ছিলেন তাই মেয়র মহোদয় নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য বললে সভাপতি ও ডিজির প্রতিনিধি এই পরীক্ষা স্থগিত করে দেন। তবে নিয়োগ বানিজ্যের কোনো ব্যাপার নেই বলেও জানান এই শিক্ষক।