নিজেস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের আর্তমানবতার সেবায় ব্যাপক কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন সুখপাখি। ইতিমধ্যেই সুখপাখি নামক সংগঠনটি ইতোমধ্যেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলাবাসীর হ্রদয়ে স্থান করে নিয়েছে।
এই সংস্থাটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের নর্থ টাউন রেস্তোরায় তাদের এক জমকালো অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের ছিন্নমুল অসহায় মানুষদের দীর্ঘ দুইমাস খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য মানবিক রফিক সাহিদকে কোভিড-১৯ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সুখপাখী।
এবিষয়ে করোনা-১৯ সম্মুখ যোদ্ধা রফিক সাহিদ জানান, আমি কৃতজ্ঞ। আমি করোনা কালীন সময়ে যে এতো ভাল কাজ করেছি ভাবতেও পারিনি। সুখপাখীকে অসখ্য ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। সেই সাথে ধণ্যবাদ জানাই প্রথম আলোকে তারাও আমাকে সম্মানিত করেছেন।
তিনি আরো জানান, আর্তমানবতার সেবায় বেসরকারী সংগঠনগুলি এগিয়ে আসলে এই ছিন্নমুল মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। সুখপাখি আর্তমানবতার কাজ অব্যহত থাকুক যুগ যুগ ধরে কামনা করছি।
সুখপাখীর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব জানান, আর্তমানবতার সংগঠন আজ ২১ টি বিভিন্ন সংগঠননে সম্মুখ যোদ্ধাসহ ৬০টি সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে। এছাড়ও দুস্তদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন।
এর আগে কোর-আন তেলাওয়াত ও দুস্থ্যদের মাঝে তৈরী করা খাবার বিতরণ করা হয় সুখপাখী সংগঠনটির মাধ্যমে।
এইচএমএ/কবির