নিজেস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের ১৩ সদস্যর নতুন কমিটি গঠন করা হয়েছে। হেলাল আহমেদ কে সভাপতি এবং জাকিরুল ইসলাম সান্টু কে সাধারন সম্পাদক করে দ্বি বার্ষিক সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চলনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নির্বাহী কমিটি ঘোষনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হীরক গুণ, অর্থ সম্পাদক দিলীপ গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী শাহদৎ হোসেন ফিরোজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবু, ফেরদৌস রবিন এবং মাসুদ রানা।
এর আগে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। সাধারন সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইফসুফ সুর্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রউফ পান্না, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইফসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জিহাদ আল ইসলামসহ অন্যান্যরা।