Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.৯৬°সে
শিরোনাম
যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিটের অভিযোগ ছাত্রদলের আহবায়ক জীবনের বিরুদ্ধে সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে পারমানবিক বিদুৎ কেন্দ্রে গেল ইউরেনিয়াম চালককে হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে গেল দূর্বৃত্তরা সিরাজগঞ্জ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে প্রক্সি দিয়ে লিখিত পরিক্ষা,মৌখিক পরিক্ষায় আটক ৭ ধর্ষণ চেষ্টার অভিযোগে অ্যালবাট্টসের ম্যানেজার রফিকুলের বিরুদ্ধে মামলা  সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পাতানো নিয়োগ পরীক্ষা স্থগিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৮ অক্টোবর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়ালেন ২১ ভরি স্বর্ণ

সিরাজগঞ্জে আলোচিত মজিদ হত্যা রহস্য উদঘাটন, হত্যা পরিকল্পনাকারী প্রেমিক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা চকপাড়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে আব্দুল মজিদ(২১) হত্যা রহস্য উদঘাটন হয়েছে বলে দাবী করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই) পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। রবিবার দুপুরে নিজ কায্ঈঙচণ;ালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে মোছাঃ আলপনা খাতুনের(১৮) সাথে ২০১৮ সালের ২৩ মাচ্ঈঙচণ; বিয়ে হয়। বিয়ের পরের দিন ২৪ মাচ্ঈঙচণ; আব্দুল মজিদ তার স্ত্রী আলপনা খাতুনকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি আঠুরি যায়। সেখানে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন ২৫ মাচ্ঈঙচণ; সকাল সাড়ে ৭টার দিকে স্’ানীয় লোকজন হাট চৌবিলা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির পাশের নিজ্ঈঙচণ;ন বাঁশ ঝাড়ের মধ্যে থেকে অগ্নিদগ্ধ মজিদকে মূমুষ্ঈঙচণ; অবস্’ায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভত্ঈিঙচণ; করে। ২৮ মাচ্ঈঙচণ; সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্’ায় আব্দুল মজিদ মারা যায়। এ ঘটনায় নিহতর বড় ভাই আব্দুল মমিন বাদী হয়ে নিহতর স্ত্রী আলপনা খাতুন সহ ৬ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৮, তারিখ ২৯/০৩/২০১৮ ইং, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ। এরপর আদালতের নিদ্ঈেঙচণ;শে এ মামলার তদন্ত শুরু করেন সিরাজগঞ্জ পিবিআই। সিরাজগঞ্জ পিবিআই তদন্ত কম্ঈঙচণ;কত্ঈঙচণ;া এসআই মোঃ রায়হান আলী শেখ তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,নববধূ আলপনার সাথে নিহত আব্দুল মজিদের বন্ধু জিহাদের আগে থেকে প্রেমের সম্পক্ঈঙচণ; ছিল। আব্দুল মজিদের সাথে আলপনার বিয়ে হওয়ায় প্রেমিক জিহাদ ক্ষুব্ধ হয়ে প্রেমিকা আলপনার সাথে পরামশ্ঈঙচণ; করে আব্দুল মজিদকে খুন কওে পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২৫ মাচ্ঈঙচণ; রাত আড়াইটার দিকে আলপনাকে ঘর থেকে ডেকে বের করে জাহিদ। আব্দুল মজিদ বিষয়টি টের পেয়ে সে তাদের পিছু নেয়। মজিদের উপস্’িতি টের পেয়ে জিহাদ ও তার সহযোগীরা মজিদকে মুখ চেপে ধরে নদীর পাড়ে নিয়ে মারপিট করে। এতে মজিদ জ্ঞান হারিয়ে ফেলে। আসামীরা তাকে মৃত ভেবে হাট চৌবিলা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির পাশের নিজ্ঈঙচণ;ন বাঁশ ঝাড়ের মধ্যে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দীঘ্ঈঙচণ; চেষ্টার পর গত ১০ ফেব্রুয়ারী সকালে তদন্ত কম্ঈঙচণ;কত্ঈঙচণ;া এসআই রায়হান আলী শেখের নেত্ঈঙচণ;ৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে ২নং আসামী মোঃ জিহাদকে গ্রেপ্তার করে। এরপর আসামী জিহাদকে ১১ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ চৌকি আদালতে হাজির করলে তিনি এ হত্যার মুল পরিকল্পনাকারী হিসেবে নিজের দোষ স্বীকার কওে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে এ মামলার ১নং আসামী মোছাঃ আল্পনা খাতুন নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছিল। এ মামলার অন্যান্য আসামীদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। এ সংবাদ সম্মেলনে পিবিআই জেলা টিম অভিযান পরিচালনা করছে। সিরাজগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ পরিদশ্ঈঙচণ;ক গোলাম কিবরিয়া এসআই মোঃ রায়হান আলী শেখ উপস্’িত ছিলেন।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বোনকে জবাই করে হত্যা
দুই মামলায় জামিন পেলেন সম্রাট
সিরাজগঞ্জে ১৯টি মামলার আসামী ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার
সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ: ধর্ষকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক
লিবিয়ায় বাংলাদেশী অপহরণকারী চক্রের ২ জন গ্রেফতার

আরও খবর

Android App