নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ১০ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবাসহ সুমন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
আটককৃত মো. সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের মৃত ফরিদের পুত্র।
রবিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এসআই মো: ইয়াছিন আরাফাত, পিপিএম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রায়পুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও নগদ এক হাজার চারশত টাকাসহ মো. সুমন শেখকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।