নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌর এলাকার জুবলী বাগানে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জুবলী বাগানের বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী মোছা: বিনা খাতুন (৫০) নামের এক নারীর বিরুদ্ধে পরিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ এবং মাটির নিজ দিয়ে পানি নিস্কাশনের পাইপ ভেঙ্গে ফেলে দিয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সরেজমিনে গেলে মৃত আব্দুর রহমানের ছেলে আরিফ রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত স্থানীয় ১৫/২০টি পরিবারের সদস্যরা বিনা খাতুনের বাড়ির পাশ্ব দিয়ে চলাচল করে আসছে। এবং আশপাশের লোকজনের পানি নিষ্কাশনের কোন ডেন না থাকায় মাটির নিজ দিয়ে পাইপ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই পাইপ বিনা খাতুন ভেঙ্গে ফেলেছে ও চলাচলের রাস্তা বন্ধ করার পায়তারা করছে।
মতিউর রহমান, জতি রহমান, আব্দুল মমিন তারা, জামাল মুন্সি, বাবু তালুকদারসহ স্থানীয় মুরুব্বীরা বলেন, দীর্ঘদিন যাবত বিনা খাতুনের বাড়ির সামনে দিয়ে এলাকাবাসী চলাচল করে আসছে। বৃষ্টি ও স্থানীয়দের বাড়ির পানি নিস্কাশনের জায়গা না থাকায় ও স্থানে কাদা সৃষ্টি হয়ে থাকতো। এ জন্য পাইপ দিয়ে পানি খান সাহেব এর মাঠের ড্রেনে ফেলা হচ্ছে। বিনা খাতুন এলাকার মুরুব্বীদের কথা না শুনে নিস্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এতে ওই মহল্লার মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে বিনা খাতুন বলেন, আমার জায়গা দিয়ে পানি নিস্কাশন এবং স্থানীয়দের চলাচল করতে দেবো না। এজন্য পাইপ এবং রাস্তা বন্ধ করার ব্যবস্থা করছি।