নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম আহম্মেদ।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের সয়াগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভায় নিজেকে প্রার্থী ঘোষণা করে সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার টিকিট দেন, তাহলে বিজয়ী হয়ে মডেল পৌরসভা হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তুলবো।
তিনি বলেন, ২০১৬ সালে মাত্র এক বছরেরও কম সময় আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থেকেছি। ওই সময় আমি শহরবাসীর জন্য কি করতে পেরেছি তা সকলেই অবগত আছেন। আমি আবারও পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। সেক্ষেত্রে নিজের গ্রামবাসী ও পৌরবাসীর সমর্থন কাম্য। আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আমি নৌকার মনোনয়ন চাইবো। সকলের সমর্থন ও সহযোগীতা থাকলে নিশ্চয়ই নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন।
পৌর এলাকার সয়াগোবিন্দ গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক কমিশনার শেখ কেরামত আলীর সভাপতিত্বে ও জামাল উদ্দিন মুন্সীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির, জাবেদ জামান জ্যোতি, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, নওশের আলী, মজিবর রহমান, আমজাদ হোসেন, জহুরুল ইসলাম প্রমূখ।
এ সময় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন তারা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান পিন্টু, ওয়ার্ড যুবলীগের সভাপতি সজীব আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সেলিম আহম্মেদ নিজেকে প্রার্থীতা ঘোষণার পর জনসভায় উপস্থিত সয়াগোবিন্দ ও আশপাশের মহল্লা প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ করতালির মধ্য দিয়ে সমর্থন জানান।