Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৯৬°সে

সিরাজগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে হামলা, স্থাপনা ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশের ১৫৪ ধারা নোটিশ উপেক্ষা করে এই হামলা ও ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন।
মঙ্গলবার (৬ সেটম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের পৌরসভা রোড এলাকার পৌর ভবন সংলগ্ন নির্মাণাধীন ঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গুলশান আরা কুমকুম অভিযোগ করে বলেন, শহরের ভূতের দিয়ার মৌজায় পৌরসভা রোডস্থ আরএস ১৮৯ নং খতিয়ানের ২৯০৩ দাগের ১.২৯১৯ একর, আর এস ২৯০৪ দাগের .০২৩১ একর ও ২৯০৩/৩০৩৯ নং দাগের .০৫০০ একর জমি আমার প্রয়াত শ্বশুড়ের খতিয়ানভুক্ত জমি। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সাথে মামলা চলে আসছিল। মামলা চালাতে নানা প্রতিকূলতায় দেখা দেয়ায় ২০১২ সালের ১ মার্চ সোলেনামার মাধ্যমে আদালতের মধ্যস্থতায় ২০১২ সালের ৩ মে তারিখে রায় ও ডিক্রি নিস্পত্তি হয়। সোলেনামা ও রায়সূত্রে আমার শ্বশুড় মাহফুজুল হক .১৪২৫ একর জমি প্রাপ্ত হন। পরবর্তীতে আমার শ্বশুড় মাহফুজুল হক আরএস ১৮৯ খতিয়ানে থেকেই খারিজ সম্পন্ন করেন।
কিন্তু আমার শ্বশুড়ের নামীয় ওই জমির উপর অবৈধভাবে অনুপ্রবেশ ও দখলের জন্য দীর্ঘদিন ধরেই পায়তারা করছে প্রতিপক্ষ গোলাম হায়দার খোকা ও তাজ গং। ইতিপূর্বে একাধিকবার মাপজরিপ করা হয়েছে। কোন জরিপেই তাদের জমি আমাদের দাগে আসে নাই বলে প্রমাণ হয়েছে। তারপরও তারা জোরপূর্বক আমাদের জমি দখলের জন্য পায়তারা করে আসছিল। এ অবস্থায় আমরা বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হই। চলতি বছরের ২২ সেপ্টেম্বর তারিখে পুলিশ ওই জমির উপর ১৫৪ ধারা জারী করেন এবং আদলাত বা স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার পরামর্শ দেন।
এ অবস্থায় মঙ্গলবার ভোররাতে আঁধার থাকতেই অতর্কিতভাবে আমাদের ঘর ও স্থাপনার উপর ভাংচুর চালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। ভাংচুরের সাথে সাথে আমাদের দোকানের ভাড়াটিয়া শহীদের গ্যারেজে লুটপাট করে হামলাকারীরা।
গুলশান আরা কুমকুমের স্বামী টিএম আল-মামুন বলেন, ভোররাতে আমার বাসার পাচিল ভেঙ্গে জায়গা দখলের পায়তারা করছে। তিনি বলেন, ওই জমি দখলের উদ্দেশ্যে রাতের আধারে গোলাম হায়দার খোকা ও তাজ মো. তরফদার গং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে এ কাজ করিয়েছে।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাররম হোসেন জানান, ভোররাতে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে ভাংচুরকারীরা পলিয়ে যায়।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App