নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) পূর্ণিমাগাঁতী ইউনিয়নে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. আল আমিন সরকারের উদ্যোগে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দিনব্যাপী বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ, এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ, ইউনিয়নের প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ৭৪তম জন্মদিনে কেক কেটে পালন করা হয়।
পৃথক পৃথক আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল কবির ফরজসহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সকলস্তরের নেতাকর্মী, ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সমর্থকসহ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকার বলেন, ৭৪তম জন্মদিন উপলক্ষে দেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে ৭৪টি গাছের চারাা রোপণ ও বিতরণ এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।