নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যযুগীয় কায়দায় শফিক (৩০) নামের এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা সেই ফরহাদুল হক হ্যাপি (৪৪) কে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত হ্যাপি উপজেলার জামতৈল ইউনিয়নের রুহুল আমিন মাষ্টারের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার ছাগল চোর সন্দেহে ওই যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করে মো. ফরহাদুল হক হ্যাপি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি কামারখন্দ পুলিশের নজরে আসে। পরে কামারখন্দ থানার এস.আই আফজাল হোসেন বাদি হয়ে মামলার করেন। রবিবার ভোর রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এক অজ্ঞাত যুবককে গাছের সাথে বেঁধে মধ্যযুগের কায়দায় পাশবিক নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।