নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আকাশের সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সরোয়ার হোসেন সবুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাফিজুর রহমান হাফিজ, কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।