নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজের সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর সয়াধানড়া মহল্লার জগাই মোড় এলাকায় নূর কায়েম সবুজের ব্যক্তিগত অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সয়াধানগড়া মহল্লায় বসবাসকারী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা নূর কায়েম সবুজকে দলীয় প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুর কায়েম সবুজ বলেন, দলের দু:সময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, জুলুম নির্যাতন ভোগ করেছি। আশা করি সেই বিষয়গুলো বিবেচনায় দল আমাকে মূল্যায়ন করবে। এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।