নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। আটককৃত মো. সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংগুলা গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এসআই মো. নাজমুল হকসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. সোহেল রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।