নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আফাজ উদ্দিন বেপারী ও তার পরিবারকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানায়, এনায়েতপুর হাটের ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবারের সন্তান আফাজ উদ্দিন দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া সামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সহ মানবিক কাজের সাথেও যুক্ত। তবে প্রতিপক্ষের লোকজন ভুয়া ফেসবুক আইডি খুলে তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্য ও ভিত্তিহীন খবর প্রচার করছে দীর্ঘ দিন ধরে। এছাড়া বিভিন্ন সময় অপরিচিত ফেসবুক আইডি থেকে মারধরের হুমকি দেয়া হয়। এ ঘটনায় আফাজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত।
এ বিষয়ে ভুক্তভোগী আফাজ উদ্দিন জানায়, বেশ কিছু দিন ধরে “মহামান্য বিস্কুট বাবা” নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে নিয়ে ও আমার পরিবারের সদস্যদের নিয়ে বাজে মন্তব্য করা হয়। এছাড়া হুমকিও দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর সৌনিক হয়েও নানা ভাবে ডিজিটাল পন্থায় হেনাস্তার স্বীকার হচ্ছি। এ ঘটনায় আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এর প্রতিকার চেয়ে এনায়েতপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করেন এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান।