নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা ৫ জন অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসন ও র্যাব-১২ ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০), মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত রবিবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন এর নেতৃত্বে উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অনুমোদন ব্যতিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।