Header Border

ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৮.৯৬°সে

সিরাজগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে মালশাপাড়া পৌর কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ এবং মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে নিউ ঢাকা রোডস্থ মালশাপাড়া (চান্দালী মোড়) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌরবাসীর আয়োজনে ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম হাশেমের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর সেরাজুল ইসলাম, জেলা ট্রাক ও ট্যাংলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম হাশেম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না সদর উপজেলাকে মাদক মুক্ত ঘোষণা করেছে। কিন্তু মালশাপাড়ার কতিপয় অসৎ ধান্ধাবাজরা অবৈধভাবে মালশাপাড়া পৌর কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে। তাই আমরা এলাকাবাসী চাই মালশাপাড়া, কাটাওয়াবদা, চরমালশাপাড়া, হোসেনপুর এলাকার কোন প্রকার মাদকসহ সকল অসামাজিক কার্যক্রম করা চলবে না।
বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যে সকল জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। সে সকল স্থাপনা ভেঙ্গে ফেলার দাবী জানান। না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App