নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কাজিপুরে কর্মীসভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম পুত্র সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর শাকিল জয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় চকপাড়া এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ।
সভায় সাবেক এমপি তানভীর শাকিল জয় বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাবা মোহাম্মদ নাসিমের অসমপূর্ণ কাজ শেষ করতে কাজিপুরের মাটি ও মানুষের হাতে হাত রেখে কাজ করে যাবো।