নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সূত্রের ভিত্তিতে বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে মঙ্গলবার বিকালে সদর উপজেলার চর রায়পুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিবাহের শিকার হতে যাওয়া অপ্রাপ্তবয়স্ক কওমী জুট মিল উচ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
এসময় তার বাবা এর নিকট থেকে ১৮ বছর বয়স হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় দশম শ্রেণির শিক্ষার্থীর বাবাকে ২০ (বিশ হাজার টাকা) অর্থদন্ড দেয়া হয়।