নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ৬ চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাউলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার বিকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ জানান, গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত আজুগড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আজুগড়া বাজারের চাউল ব্যবসায়ী গোপরেখী গ্রামের জাহাংগীর, নুরুজ্জামান,শহিদুল, আসাদুল,আলীম ও লাল মিয়া প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর আওতায় ০৬ টি দোকানকে মোট ১৮,০০০ (আঠার হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পাট উন্নয়ন অধিদপ্তর উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ এরশাদ আলী, মাইদুল ইসলাম ও পেশকার মোঃ হাফিজ উদ্দিন।