নিজস্ব প্রতিবেদক :
যমুনা নদী অববাহিকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল রক্ষায় নির্মিত নাটুয়ারপাড়া ক্রসবাঁধে ফের ধস নেমেছে।
গতকাল রবিবার ২৩ আগস্ট সকাল থেকে ঘূর্ণাবর্তের কারণে ৫শ মিটার বাঁধ ধ্বসে নদীতে বিলীন হয়ে গেলেও বিকেল পর্যন্ত ধস রোধে পাউবো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
এর আগে গত ৩০ জুলাই একই স্থানে বালু দিয়ে নির্মিত বাঁধের সম্মুখভাগের ২শ মিটার বাঁধ ধ্বসে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায় পাউবো সিরাজগঞ্জের গৃহিত ভাঙ্গন রোধে পূর্বপ্রস্তুতিমুলক রক্ষণাবেক্ষণ প্রকল্পের ব্যায়কৃত ২ কোটি টাকা জলে ভেসে গেছে।
কর্তব্যরত পাউবো সিরাজগঞ্জের উপ সহকারী প্রকৌশলী হায়দার আলী নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার সকাল থেকে জরুরী ভিত্তিতে বালু বোঝাই জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
যমুনা নদীর পানি কাজিপুর উপজেলা পয়েন্টে বিপদসীমার ৫ সেঃমিঃ নিচ দিয়ে প্রবাহমান পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের কারণে বাঁধের সম্মুখভাগ থেকে পিছনে একপাশে প্রায় ৫০০ মিটার এলাকা ধ্বসে যায়।
এতে করে চরাঞ্চলের প্রধান হাট ও নৌবন্দর নাটুয়ারপাড়া, তেকানী, ঘোড়াগাছা, রেহাইশুরিবেরের ঘর বাড়ী, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গবাদি পশু এবং বসবাসকারী জনসাধারণ ঝুঁকির মধ্যে রয়েছে।